সোমবার, ০৫ মে, ২০২৫, ০৯:৫৬:৩৩

ভয়াবহ আগুন বেইলি রোডের রেস্টুরেন্টে, ভেতরে আটকা পড়েছেন অনেকে!

ভয়াবহ আগুন বেইলি রোডের রেস্টুরেন্টে, ভেতরে আটকা পড়েছেন অনেকে!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শান্তিনগরে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, “প্রথমে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তিনি আরও জানান, ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার কার্যক্রমও একযোগে চলছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে