এমটিনিউজ২৪ ডেস্ক : চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে ঢল নেমেছে নেতাকর্মীদের। খালেদা জিয়ার গাড়িবহরে নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা' পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকেন। সবার হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। এছাড়া নানা ধরনের ব্যানার ফেস্টুনও হাতে শোভা পেয়েছে নেতাকর্মীদের।
মঙ্গলবার বিমানবন্দর-গুলশান সড়কে দেখা যায়, রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার গাড়িবহর সাথে তারাও ছোটাছুটি করছেন। নেত্রীকে একবার দেখার জন্য এগিয়ে যাচ্ছেন গাড়ির কাছে। তবে গাড়ির চারপাশে ঘিড়ে রেখেছেন সিএসএফ সদস্যরা। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও।
চার মাস পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরলেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের আমিরের দেওয়া রাজকীয় বিমানে খালেদা জিয়ারে সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপি নেতা ও তার ব্যক্তিগত কর্মচারীরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন।
এর আগে লন্ডন থেকে ফেরার পথে দোহায় যাত্রাবিরতি শেষে মঙ্গলবার (৬ মে) সকাল দশটা ৪২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে করে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
অন্যদিকে জনসাধারণের চলাচলে যেন অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের এই সড়কের ফুটপাথে অবস্থান নেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে। তবে খালেদা জিয়া দেশে পৌঁছার পর সেই নির্দেশনা খুব একটা কার্যকর করা সম্ভব হয়নি।