আন্তর্জাতিক ডেস্ক : দাবানলের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি, এরইমধ্যে আরেক বিপদের মুখে পড়েছে ইসরায়েল। রোববার (৪ মে) থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয়।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হঠাৎ করেই শুরু হওয়া ভারী বর্ষণ ও দমকা হাওয়ার কারণে ইলাত শহরের প্রধান প্রবেশপথসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। একইসঙ্গে জনগণকে বন্যাকবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ হুঁশিয়ার করে বলেছে, প্লাবিত রাস্তা, ঝরনা বা জলাশয়ের আশপাশে যাওয়া জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওইদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ‘রুট ৪০’ সড়কটি মিৎজপে র্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একইভাবে, ‘রুট ৯০’ সড়কটি আইন গেদি থেকে হা’আরাভা জংশন পর্যন্ত এবং সেখান থেকে ইলাত পর্যন্ত যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ‘রুট ২০৪’ এবং ‘রুট ১২’-এর কিছু অংশেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে, ইসরায়েলে বেশ কয়েকটি দাবানল ভয়াবহ ক্ষতি সাধন করেছিল। দেশটির বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এখন সেই ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই আকস্মিক বন্যা আবারও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।