বুধবার, ০৭ মে, ২০২৫, ০১:৫০:৪৭

সুখবর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিজীবীদের জন্য

সুখবর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিজীবীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই ছুটির সময় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

তবে সরকারি কাজের সুবিধার্থে ঈদের আগের দুইটি শনিবার, অর্থাৎ ১৭ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে। এই দিনগুলোতে একইভাবে সব সরকারি ও বেসরকারি দফতর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতায় পড়বে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক ও বন্দর সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। এসব খাতে কর্মরত ব্যক্তিরা ছুটির বাইরে থাকবেন।

হাসপাতাল ও চিকিৎসা সেবা–সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহন এই ছুটির আওতায় থাকবে না।

এছাড়া, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে