বুধবার, ০৭ মে, ২০২৫, ১১:২০:৩১

ব্রেকিং নিউজ : সাকিবকে বহিষ্কার

ব্রেকিং নিউজ : সাকিবকে বহিষ্কার

এমটিনিউজ২৪ ডেস্ক : বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে বহিষ্কার করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৬ মে) রাতে সংগঠনের মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ, সহিংস কার্যক্রম, মামলা বাণিজ্যে জড়ানো এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট’ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এনামুল হক সাকিবকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদর্শবিরোধী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তির জন্য এই সংগঠনে কোনো স্থান নেই। প্রতিটি স্তরে শুদ্ধি, জবাবদিহি ও আদর্শের বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শুদ্ধি অভিযানের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বহিষ্কৃত নেতা এনামুল হক সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে এনামুল হক সাকিব বলেন, ‘আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে, উক্ত কমিটি গঠনের পর থেকে আজ অবধি আমার বিরুদ্ধে কোনও ধরনের শোকজ নোটিশ বা লিখিত অভিযোগ আনা হয়নি। অথচ সাংগঠনিক বিধিমালার আলোকে শোকজ বা শুনানি ছাড়া কোনও বৈধ পদ্ধতিতে কোনও যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করার সুযোগ নেই। এইরূপ আচরণ প্রমাণ করে যে, এটি একটি পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত, যার উদ্দেশ্য আমার সাংগঠনিক ভূমিকা ও অঙ্গীকারকে ক্ষুন্ন করা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে