রবিবার, ১১ মে, ২০২৫, ০৫:৩৭:০৭

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে জামায়াতের আনন্দ মিছিল

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে জামায়াতের আনন্দ মিছিল

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে পঞ্চগড়ে শোকরানা ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

রোববার (১১ মে) দুপুরে শহরের মিঠাপুকুর এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে জেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। তারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। হেফাজতের হাজার হাজার নেতাকর্মীকে পাখির মতো হত্যা করেছে। অবিলম্বে তাদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। আর যেন কেউ বাংলাদেশে ফ্যাসিবাদ ও চাঁদাবাজের রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে