এমটিনিউজ২৪ ডেস্ক : দেশ যখন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে তখন একটু বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ। এই অবস্থায় দেশের ১৭টি জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
রোববার (১১ মে) তিনি তার ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
আবহাওয়াবিদ বলেন, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট বিভাগের সব জেলায় রাত ৯টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।