জমি ক্রয় করলে প্রয়োজনীয় কাগজপত্র:
১. বৈধ দলিল
২. যেখান থেকে জমি ক্রয় করা হয়েছে, তার খতিয়ান অনুযায়ী মিল
৩. বায়া দলিল, রেফারেন্স দলিল— সব কাগজপত্র সংগ্রহ ও সংরক্ষণ
৪. দলিলের সাথে সম্পর্কিত সব ডকুমেন্টস নিজের কাছে রাখা
৫. নামজারি সম্পন্ন করে খাজনা নিয়মিত দেওয়া
বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কাগজপত্রের ধারাবাহিকতা ও সংরক্ষণের উপর। জমির আসল মালিক হতে হলে এসব ডকুমেন্টস হাতে রাখা ও নিয়মিত হালনাগাদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একবার ঝামেলা শুরু হলে তখন বোঝা যায়— একটা দলিলের কত মূল্য ছিল।
বিশেষজ্ঞরা সবাইকে পরামর্শ দিয়েছেন, কমপক্ষে একটি কিংবা দুটি কপি করে প্রয়োজনীয় কাগজপত্র নিজের হেফাজতে রাখা উচিত। তাতে ভবিষ্যতে কেউ জমি নিয়ে সমস্যা তৈরির চেষ্টা করলেও, দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।