মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১১:২৭:৫৯

দীর্ঘ ১৮ বছর পর বাপের ভিটায় পা রাখবেন প্রধান উপদেষ্টা

দীর্ঘ ১৮ বছর পর বাপের ভিটায় পা রাখবেন প্রধান উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর বাপের ভিটায় পা রাখতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) বিকালে তার আগমন ঘিরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুরের বাথুয়া গ্রাম সেজেছে ভিন্ন সাজে। স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে। গ্রামজুড়ে চলছে প্রধান উপদেষ্টাকে বরণের প্রস্তুতি। 

মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাথুয়া গ্রামের প্রতিটি ঘরে উৎসবের আমেজ বিরাজ করছে। চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়কের মোড়সহ প্রধান উপদেষ্টার চলাচলের পথটি বেশ দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। পাশাপাশি হাটহাজারী উপজেলা ও পৌরসভা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দিবারাত্রি শেষবারের মতো সড়কের সৌন্দর্য বর্ধনে ও পরিষ্কার পরিচ্ছন্নতায় লিপ্ত আছেন। নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। 

প্রসঙ্গত, ড. ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়নের কাপ্তাই সড়ক ঘেষা বাথুয়া গ্রামের হাজী এম নজু মিয়া সওদাগর বাড়িতে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মা সুফিয়া খাতুন ছিলেন গৃহিণী। ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়, তার শৈশব কাটে বাথুয়া গ্রামে। 

১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে যান। ড. ইউনূসের পরিবারের সবাই ৫০ থেকে ৬০ বছর ধরে নগরের পাঁচলাইশ থানার নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন। 

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বুধবার সকালে বন্দর নগরী চট্টগ্রামের পূর্বনির্ধারিত প্রোগ্রাম শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। 

ড. ইউনূসের চাচাতো ভাই কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের  অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন বেলাল বলেন, হাটহাজারী বাথুয়া গ্রামের সন্তান প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নিয়েছেন। এটা আমাদের জন্য অনেক গৌরবের। এই গ্রামে তিনি প্রাইমারি স্কুলে পড়েছেন। এখানে তার মুরুব্বিদের কবরও আছে। তাই তিনি তাদের কবর জিয়ারত করবেন। স্বল্প সময়ের জন্য তিনি তার নিকটাত্মীয়-স্বজন ও গ্রামের মানুষের সঙ্গে বৈঠক করবেন। আমরা তার অপেক্ষায় আছি।

শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম মেম্বার জানান, ক্ষুদ্রঋণের পথপ্রদর্শক ও শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে বিশ্বে সমাদৃত ড. ইউনূস আমার শিকারপুরের বাথুয়া গ্রামের কৃতীসন্তান। তিনি নিজ গ্রামে আসছেন; তাই আমাদের আনন্দের কমতি নেই। সর্বত্রই চলছে উৎসবের আমেজ।

অন্যদিকে, ড. ইউনূসের আগমন ও নিরাপত্তায় তার গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের বেশ আনাগোনা রয়েছে। এলাকার নিরাপত্তায় জেলা পুলিশ, র‌্যাব ও স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। 

তিনি জানান, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিদের্শনা মতে পুরো এলাকা ও সড়ক-মহাসড়ককেন্দ্রিক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

এ প্রসঙ্গে প্রশাসনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চট্টগ্রামের জনগণ তাদের মাটির সন্তানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টার নিজ জেলায় বহুল প্রতীক্ষিত সফরটি সফল করতে আমরা উচ্চপদস্থ সংশ্লিষ্ট কর্তাদের দিকনিদের্শনা অনুয়ায়ী কাজ করছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে