এমটিনিউজ২৪ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। নতুনভাবে তারা আসবে, আর আমাদের কী উপহার দেবে সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবেই দেখে ফেলেছেন, জেনে ফেলেছেন। নতুনভাবে আর আমাদের দেখাবার কিছু নেই।
সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ কয়েকটি দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, এখন শুধু একটাই নীতি-আদর্শ রয়েছে, যেই নীতি-আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি-সেই নীতি-আদর্শের নাম ইসলাম। মুসলমান কখনোই ইসলামী নীতি-আদর্শের বাহিরে থাকতে পারে না। প্রতিটা মুসলমানকে ইসলামী নীতি ও আদর্শের সঙ্গে জড়িয়ে থাকতে হবে।
তিনি আরও বলেন, খুনি, জালেম ও অর্থ পাচারকারীদের নিষিদ্ধ করার বিষয়ে টালবাহানা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নুরুন নাবী, সমাজসেবক আব্দুর রহমান দিদারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকী।
রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ হোসাইন আহমদ সভাপতিত্ব করেন।