বুধবার, ১৪ মে, ২০২৫, ১০:৩১:৫৮

এবার যে নতুন নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নিয়ে

এবার যে নতুন নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : মে মাসের দুই শনিবার মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদানের নির্দেশের পর প্রাথমিক বিদ্যালয় খোলা রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, আগামী ১১ ও ১২ জুন সরকারি ছুটি থাকায় দাফতরিক কাজের স্বার্থে ১৭ ও ২৪ মে ছুটির দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা রাখতে হবে।

এরআগে,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মে মাসের দুই শনিবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে