এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ মে) বিকেলে এই শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি স্থাপিত হয় এবং পরে এটি হাটহাজারীর একটি ভবনে স্থানান্তর করা হয়।
গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শনের পরে প্রধান উপদেষ্টা হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করেন এবং সেখানকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিজ পৈতৃক বাড়ি পরিদর্শনকালে তিনি তার পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন।