এমটিনিউজ২৪ ডেস্ক : অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৯ মে) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক বেনজীর আহমেদের সই করা একটি নোটিশ অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়, অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি দেয়ার প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। এই অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন আইবাস ডাবল প্লাসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি দেয়া কার্যক্রম চলমান রয়েছে।
এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারের নিম্নলিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৫ মে বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ইউজার আইডি মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডিফল্ট Abc@1234 পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে। পরবর্তী সময়ে উপজেলায় যত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।