বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ০৩:১৩:২০

ভুল বোঝাবুঝি দূর হয়েছে: অর্থ উপদেষ্টা

ভুল বোঝাবুঝি দূর হয়েছে: অর্থ উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, (এনবিআর) দ্বি-ভাগকরণে সৃষ্টি ভুল বোঝাবুঝি দূর হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন,  এনবিআরকে যেভাবে দুইটি বিভাগে ভাগ করা হয়েছে, সেটিই বহাল থাকবে। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।

যত তাড়াতাড়ি সম্ভব এনবিআর পৃথকের ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা ২ জুন বাজেট দেব। এরপর এটা নিয়ে কাজ হবে। এনবিআর পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায় রয়েছে। অনেক কাজ আছে এসব নিয়ে। সেসময় আমরা দেখব কতটুকু তাদের দাবি কতটুকু নেওয়া যায়।

উল্লেখ্য, গত ১২ মে রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ গঠন করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে