সোমবার, ২৬ মে, ২০২৫, ১০:০৯:২৩

যেখানে তিশার সঙ্গে প্রেম হয় ফারুকীর

যেখানে তিশার সঙ্গে প্রেম হয় ফারুকীর

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লায় নাটকের শুটিং করতে গিয়ে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে তার প্রেমের গভীরতা তৈরি হয় বলে মন্তব্য করেছেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গতকাল রবিবার কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ছিল। এদিন বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সেখানে এমন কথা বলেন এ সংস্কৃতি উপদেষ্টা। 

অনুষ্ঠানে জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে নিজের প্রেমের প্রসঙ্গেও কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী।

এ সময় তিনি বলেন, “কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন আমি কুমিল্লায় বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম মানে আমি যাকে বিয়ে করেছি পরে, তিশা (নুসরাত ইমরোজ তিশা); আমার প্রেমের গভীরতা শুরু হয় কুমিল্লাতে। ‘ক্যারাম’ নামে একটি প্রডাকশন করতে এসে।

কুমিল্লাতে যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি আছে তা নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে।”
এরপর ফারুকী আরো বলেন, ‘কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, সেগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো।’

প্রসঙ্গত, দীর্ঘ প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশাকে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, নাম ইলহাম নুসরাত ফারুকী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে