মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:০৬:৫৯

এবার বাংলাদেশে আসছেন চীনের ১০০টি কোম্পানির ২৫০ বিনিয়োগকারী

এবার বাংলাদেশে আসছেন চীনের ১০০টি কোম্পানির ২৫০ বিনিয়োগকারী

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী জুন মাসের শুরুতেই বাংলাদেশে আসছেন চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী। তারা বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা নেবেন। এ ছাড়া চীনা বিনিয়োগকারীদের নিয়ে আগামী ১ জুন দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং

চীন সরকারের পক্ষে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাস যৌথভাবে এ আয়োজন করছে। আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনে প্রায় ১০০টি চীনা প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন।

তাদের মধ্যে ফরচুন ৫০০-এর অন্তর্ভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এ ছাড়া চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা বলেছে, চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর ও সম্মেলন চীন-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের নতুন মাইলফলক হবে। এই প্রথম এত বিপুলসংখ্যক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন। বেজা আরো বলেছে, প্রধান উপদেষ্টার চীন সফর ও গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল হচ্ছে এই ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে