মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৯:১৯

সব দলের অংশগ্রহণে নির্বাচন গণতন্ত্রকে সংহত করবে

সব দলের অংশগ্রহণে নির্বাচন গণতন্ত্রকে সংহত করবে

নিউজ ডেস্ক : বাংলাদেশে আরো গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন৷ সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান-কে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডয়চে ভেলেকে এ কথা বলেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

অন্যতম ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ানকে হাসিনা বলেছেন, ‘আমি নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য কাজ করছি৷ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষাখাতে উন্নতি হয়েছে৷ দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা উপভোগ করছে৷
 বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ডয়চে ভেলেকে বলেন, ‘দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই৷ যা আছে তা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা৷ গণতন্ত্রের প্রধান শর্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ও ভোটাধিকার, যা এখন বাংলাদেশে অনুপস্থিত৷ গত সিটি নির্বাচনেও দেখা গেছে যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি৷

অর্থনীতি, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষাখাতে অগ্রগতির কথা স্বীকার করলেও হাফিজউদ্দিন খানের মতে, ‘এগুলো রুটিন ওয়ার্ক৷ প্রধানমন্ত্রী দেশের বা দেশের মানুষের জন্য নয়, তাঁর দল এবং গ্রুপের জন্য কাজ করছেন৷
 অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সফিউল আলম ভুঁইয়া ডয়চে ভেলেকে জানান, ‘বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এগিয়েছে এবং বিশ্বে একটি মডেলে পরিণত হয়েছে৷

দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়া সবার দায়িত্ব৷ কেউ নির্বাচনে হেরে গেলে নির্বাচন বর্জন করবে, এটা কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক আচরণ হতে পারে না৷ তাঁর মতে, ‘সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে আরো সংহত করবে৷ তবে এ জন্য সব রাজনৈতিক দলকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এগিয়ে আসতে হবে৷

এই দুজন রাজনৈতিক বিশ্লেষকই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন৷-ডয়চে ভেলে
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে