মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ০৫:৫৩:০৮

বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব

বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে 'নতুন বাংলাদেশ' এর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তার হাতেই রাষ্ট্র সুরক্ষিত থাকবে বলে জানান তিনি।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী বলেন, 'নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।'

এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকী এক পোস্টে বলেন, 'চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে