বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৯:৫৬

‘দেশ চালনায় চাই বাম আদর্শে বিশ্বাসী বিকল্প শক্তি’

‘দেশ চালনায় চাই বাম আদর্শে বিশ্বাসী বিকল্প শক্তি’

খালেকুজ্জামান : বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে বাম আদর্শে বিশ্বাসী বিকল্প শক্তির কথা আমাদের ভাবতে হবে। তিনি বলেন, সামরিক শাসন ও মৌলবাদী শক্তির দ্বারা এই দেশ পরিচালনা সম্ভব নয়। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। বাসদের সাধারণ সম্পাদক বলেন, টাঙ্গাইলে সন্তানের সামনে তার মাকে বিবস্ত্র করে নির্যাতন করার ঘটনায় যেখানে অপরাধীদের পুলিশের গ্রেফতার করার কথা ছিল সেখানে তা না করে পুলিশ উল্টো সাধারণের ওপর হামলা চালায়। অভিযোগ আছে এ ঘটনায় পুলিশ অপরাধীদের বিরুদ্ধে প্রথমে মামলা নিতে চায়নি। জনগণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে- এটাই স্বাভাবিক। যেমনটা করেছিলেন মুক্তিযুদ্ধের সময়। সে সময় পাকিস্তানিরা দেশের নারীদের অত্যাচার করলে সাধারণ মানুষ এর প্রতিবাদে ফুঁসে উঠেন।

আমার মতে, পুলিশের উচিত ছিল এ ঘটনার প্রতিবাদ করে অপরাধীদের গ্রেফতার করা। এতে মানুষ উৎসাহিত হতো। কিন্তু তা না করে পুলিশ প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। এমনকি সাধারণ মানুষের ওপর গুলি চালানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে শুধু ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় ঈদকে সামনে রেখে গ্রেফতার বাণিজ্যের জন্য সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে অজ্ঞাতনামা ৬০০ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়। অবস্থা দেখে মনে হচ্ছে, পুলিশকে যেন মানুষ মারার লাইন্সেস দেওয়া হয়েছে।

আমি মনে করি, শাসক দল পুলিশ বাহিনীকে যেভাবে অত্যাচার ও দমনের কাজে ব্যবহার করছে তা দ্রুত বন্ধ করতে হবে। গত কয়েকদিন ধরে চলে আসা শিক্ষক সমাজের আন্দোলন ও মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে খালেকুজ্জামান বলেন, আমাদের সামনে যখন প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলো আসে তখন যত শিগগির সম্ভব সমস্যা সমাধান করতে হবে এবং সংশ্লিষ্টদের প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকার করতে হবে। তা না করলে সমস্যা কমবে না বরং তা আরও বৃদ্ধি পাবে। আমাদের শিক্ষা খাত অবহেলিত।

দেশের সরকারি বিদ্যালয়গুলোতে বহু প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। আমাদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই ব্যবহারের অনুপযোগী। বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক খাতে পরিণত করা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের সার্টিফিকেট এখন বিক্রি হচ্ছে। আর মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটিও পুরনো। কিন্তু সরকার ও দায়িত্বশীলরা বিষয়টি অস্বীকার করায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধী চক্র এ কাজে আরও উৎসাহিত হচ্ছে। দেশের বেসরকারি ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে এখনো ভ্যাট প্রত্যাহার করা হয়নি।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য কোনো বরাদ্দ নেই। পাশর্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের শিক্ষকদের বেতনও কম। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিদেশ থেকে কোটি কোটি টাকার শুল্কমুক্ত গাড়ি এনে ব্যবহার করছেন। তারা নিজেরা ভ্যাট দিচ্ছেন না অথচ সাধারণ শিক্ষার্থীর ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে দিতে চাইছেন। পুরো দেশে এখন শিক্ষার বাণিজ্যিককরণ বিস্তার লাভ করেছে। আমি মনে করি, যেসব স্থানে প্রশ্নপত্র ছাপানো হয় সেখানে সঠিকভাবে মনিটরিং করা হলে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে প্রশ্ন ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

সম্প্রতি মুজাহিদুল ইসলাম সেলিমের করা একটি মন্তব্য, 'ওয়ান ইলেভেন আবারও আসতে পারে' এ বক্তব্যের বিষয়ে খালেকুজ্জামান বলেন, তিনি দেশে ফিরে এলে বিষয়টি স্পষ্ট হবে এর মাধ্যমে কি বলতে চেয়েছেন। কিন্তু এটি ঠিক যে, দেশের সর্বত্রই এখন চলছে অব্যবস্থাপনা ও দুর্নীতি। এ সরকার সাধারণ মানুষের ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। বর্তমান সরকার যেভাবে নিজের সাফল্যের কথা বলছে তাতে অন্যদের সরকারের সফলতার বিষয়ে কিছু বলার সুযোগ নেই। এর ফলে এ আমলে সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি চাপা পড়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা, পাবলিক সার্ভিস কমিশনসহ গুরুত্বপূর্ণ সব জায়গাতেই এখন দুঃশাসন চলছে। টাকা ছাড়া মানুষ এখন আর কোনো সেবা পাচ্ছে না। মুষ্টিমেয় কিছু লোকের ভাগ্য পরিবর্তন হচ্ছে, বাকিরা লড়াই করছেন। এভাবে আর কতদিন চলতে পারে!

বাসদের সাধারণ সম্পাদক বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে সামরিক শাসন ও মৌলবাদি শক্তির দ্বারা রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এগুলোর বাইরে আমাদের বিকল্প শক্তির কথা ভাবতে হবে। প্রধান দুই বুর্জোয়া শক্তির বাইরে বাম আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনাধারী শক্তিশালী দলকে রাষ্ট্র পরিচালনায় আসতে হবে।-বিডিপ্রতিদিন
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে