এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম আজ ১,৭২,১২৬ টাকা। আজ সোমবার (৭ জুলাই) থেকে ২২ ক্যারেট সোনার দাম প্রযোজ্য হবে নতুন দরে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার(১ জুলাই) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে এখন ২২ ক্যারেট সোনার দাম এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১,৭২,১২৬ টাকায়।
২২ ক্যারেট সোনার দাম
অন্যান্য ক্যারেটের হালনাগাদ স্বর্ণের দাম ভরি প্রতি:
২১ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ১,৬২,৫০৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৩৯,২৯১ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,১৫১৭০ টাকা
মূল্য নির্ধারণে অতিরিক্ত ভ্যাট ও মজুরি
বাজুস জানিয়েছে, নতুন স্বর্ণের বিক্রয়মূল্য-এর সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট ও ৬ শতাংশ বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরির তারতম্য হতে পারে।