এমটিনিউজ২৪ ডেস্ক : পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মব সৃষ্টিকারীদের গ্রেফতার না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি বলেন, তবে কি আমরা ধরে নেব এতে সরকারের প্রশ্রয় আছে?
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত শহীদ ১৪২ পরিবারের সঙ্গে শনিবার (১২ জুলাই) বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে এই প্রশ্ন তোলেন তিনি।
গত বুধবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সোহাগ। দুদিন পর বিভিন্ন মাধ্যমে ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিচারের দাবিতে সোচ্চার হয় সব মহল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ক্ষোভ প্রকাশ করলেন এ ঘটনায়। বললেন অন্যায়ের সমর্থন করে না বিএনপি। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তারেক রহমান প্রশ্ন রেখে বলেন, ‘গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেফতার করেনি? আমরা কি তাহলে ধরে নেবে যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে?’
জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল।’
জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, তিনমাস আগেই বিএনপি তার সকল মতামত দিয়ে দিয়েছে। এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে, এমনকি নন ইস্যুকে ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এখনও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।