সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ০৯:৩৯:২৯

এবার গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি

এবার গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : মাদারীপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন মাদারীপুর জেলার সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানায়নি পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, বর্তমানে সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে