মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ০৪:৫১:২২

এনবিআরের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

এনবিআরের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে তিন উপকর কমিশনারকে।

আজ মঙ্গলবার পৃথক আটটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সচিব মো. আব্দুর রহমান খান এফসিএমএ।

সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুশরাত জাহান শমী ও কমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

গত ২২ জুন কয়েকজন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে এনবিআর। তাদের ২৪ জুন বা তার আগে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। তবে সেই বদলি আদেশ প্রত্যাখ্যান করে ২৪ জুন এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ জানান কর্মকর্তারা।

আন্দোলনের কারণে কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রপ্তানি ব্যাহত হয়। এ অবস্থায় ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় কোনো সাজা দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন কর্মকর্তারা।

তবে এরপর এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কাস্টমসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে