যা যা মাথায় রাখুন সঞ্চয়পত্র কেনার আগে
এমটিনিউজ২৪ ডেস্ক : সঞ্চয়পত্র একটি সরকারি সঞ্চয় স্কিম, যা নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে পরিচিত। এটি একটি ফিক্সড ডিপোজিট পদ্ধতি, যেখানে নির্দিষ্ট মেয়াদে টাকা জমা রেখে সুদ পাওয়া যায়। ব্যাংকের স্থায়ী আমানত বা শেয়ারবাজারের তুলনায় এটি অধিক নিরাপদ ও লাভজনক হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদফতরের অধীনে পরিচালিত এই স্কিমের মূল লক্ষ্য হলো সাধারণ জনগণের সঞ্চয়ের প্রবণতা বাড়ানো এবং সেই সঞ্চয়কে সরকারিভাবে ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতিতে যুক্ত করা। বিশেষত নারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, প্রবাসী এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য সঞ্চয়পত্র একটি উপযোগী অর্থনৈতিক সহায়তা হিসেবে কাজ করে।
সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন?
বাংলাদেশের নাগরিক
অভিবাসী বাংলাদেশি
নির্দিষ্ট শর্তসাপেক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা
প্রবাসী বাংলাদেশিরা নির্ধারিত নিয়ম মেনে কিনতে পারেন
পরিবার সঞ্চয়পত্র কেবল নারীদের জন্য প্রযোজ্য
সঞ্চয়পত্র কেনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র
পাসপোর্ট সাইজ ছবি
বৈধ ব্যাংক হিসাব নম্বর
টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)
অর্থের উৎসের প্রমাণ (আয়কর বিবরণী/বেতন স্লিপ)
সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা যাবে?
সঞ্চয়পত্রের ধরন সর্বোচ্চ পরিমাণ
পরিবার সঞ্চয়পত্র (নারীদের জন্য) ৪৫ লাখ টাকা
৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র ৩০ লাখ টাকা (ব্যক্তি), ৬০ লাখ (যৌথ)
পেনশনার সঞ্চয়পত্র ৫০ লাখ টাকা
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক ৩০ লাখ টাকা (ব্যক্তি), ৬০ লাখ (যৌথ)
অগ্রিম পরিকল্পনার গুরুত্ব
সঞ্চয়পত্র একটি নির্দিষ্ট মেয়াদি বিনিয়োগ। তাৎক্ষণিকভাবে টাকা প্রয়োজন হলে সঞ্চয়পত্র ভাঙালে মুনাফা কমে যেতে পারে। তাই এমন বিনিয়োগ করার আগে ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় রেখে কিছু নগদ অর্থ হাতে রাখাই উত্তম।
সঞ্চয়পত্র কিনতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক
২০২১ সাল থেকে ডিএনএসএস (DNSS) ব্যবস্থার মাধ্যমে অনলাইন নিবন্ধন ছাড়া সঞ্চয়পত্র কেনা সম্ভব নয়। তাই প্রথমেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করুন।
প্রতারণা থেকে বাঁচতে করণীয়
নিজস্ব ব্যাংক হিসাব খুলুন
দালাল বা ব্যক্তির মাধ্যমে লেনদেন করবেন না
শুধুমাত্র ডাকঘর, বাংলাদেশ ব্যাংক অথবা নির্ধারিত ব্যাংকের মাধ্যমেই লেনদেন করুন
কাদের জন্য সঞ্চয়পত্র উপযুক্ত নয়?
যারা অল্প সময়ের মধ্যে টাকা তুলতে চান, তাদের জন্য সঞ্চয়পত্র নয়। কারণ নির্ধারিত মেয়াদের আগে ভাঙালে মুনাফা অনেকাংশেই কমে যায়।
সাড়ে সাত লাখ টাকার কম হলে মুনাফা বেশি
বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার হার ১১%-১২.৫% এর মধ্যে। তবে সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগ করলে ধাপে ধাপে মুনাফার হার কমে যায়। এছাড়া মুনাফার ওপর ১০% হারে উৎসে কর কাটা হয়। টিআইএন না থাকলে এ হার ১৫%। পাঁচ লাখ টাকার নিচে কোনো কর কাটা হয় না।
মূল্যস্ফীতির প্রভাব
বর্তমান উচ্চ মূল্যস্ফীতির (১০% এর বেশি) সময়ে, সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফা অনেক সময় বাস্তব আয় বাড়াতে ব্যর্থ হয়। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে মূল্যস্ফীতির বাস্তব প্রভাব মাথায় রাখা জরুরি।