এমটিনিউজ২৪ ডেস্ক : অনেকদিন পর ইলিশ নিয়ে এত বড় সুখবর ! কক্সবাজারের টেকনাফে সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এসব ইলিশের ওজন দেড় থেকে দুই কেজি। বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকা কেজি দরে।
শাহপরীর দ্বীপের ফিশিং ট্রলারের জেলে আলী জোহার বলেন, ‘সরকারি বিধিনিষেধ (নির্দিষ্ট সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা) মানতে আমাদের কষ্ট হতো। কারণ মাছ ধরতে না পারলে সংসার খরচ চালানো কষ্টের। তারপরও সরকারি বিধিনিষেধ মানছি। তাই এখন সাগরে বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে।’
তিনি বলেন, ‘আশা করি সামনে আরও বড় ইলিশ পাওয়া যাবে। এখন ঝড়-বৃষ্টিতে আবহাওয়া পরিস্থিতি কিছুটা খারাপ। সাগরে ইলিশের পাশাপাশি বড় পোপা (পোয়া মাছ), গোইজ্জা (রিটা) মাছও পাওয়া যাচ্ছে।’
শাহপরীর দ্বীপের ফিশিং ট্রলার মালিক সিরাজ কোম্পানির মাঝি আব্দুল মান্নান বলেন, ‘সাগর থেকে মাছ ধরে বুধবার (২৩ জুলাই) দ্বীপ ঘাটে ট্রলারসহ ফিরে আসি। সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ইলিশসহ পাঁচ মণ মাছ পাওয়া গেছে। এরমধ্যে এক-তৃতীয়াংশ ইলিশ ছিল।’
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারি বিধিনিষেধ মানার কারণে এখন জেলেদের জালে সাগরের বড় বড় ইলিশ ধরা পড়ছে। এতে জেলে ও ট্রলার মালিকরা উপকৃত হচ্ছেন।