ঢাকা : আজ বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করবেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কথা বলার জন্য প্রতিনিধি দলটি ইসিতে যাচ্ছে। সেখানে ইউপি নির্বাচন নিয়ে নানা অভিযোগ, নির্বাচনের পরিবেশ ইত্যাদি নিয়ে কথা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান সকাল ১০টার দিকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাতের জন্য বিএনপিকে সময় দিয়েছেন।
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন