ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়ান ইলেভেন সৃষ্টির জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দায়ী। বেগম খালেদা জিয়া ১/১১-এর কুশীলবদের বিচার চেয়েছেন।
তিনি বলেন, আমি মনে করি, কুশীলবদের বিচারের আগে যাদের জন্য ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল তাদের বিচার করতে হবে।
বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, এখন দেখা যায় বিএনপি প্রতিদিনই সংবাদ সম্মেলন করে। ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী খুজেঁ পাচ্ছে না। মাঠেও তারা কর্মী শূন্যতায় ভুগছে।
২ মার্চ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘স্বাধীনতা সুরক্ষা ও জাতীয় উন্নয়নে শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘আমরা নগরবাসী’ নামের একটি সামাজিক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
সূত্র : বাসস
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম