ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভাড়াটিয়ার তথ্য নিয়ে পুলিশ অপব্যবহার করবে না। অপব্যবহার করলে পুলিশও ছাড় পাবে না।
২ মার্চ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করতে ভাড়াটিয়াদের তথ্য নেয়া হচ্ছে। ভাড়াটিয়ার তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে, যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত করা যায়।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাসীদের অধিকাংশই ঢাকায় অবস্থান করা ভাড়াটিয়া। বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রবেশ করে, ভাড়াটিয়া হিসেবে অবস্থান করে অপরাধ সংঘটিত করছে। এজন্যই ডিএমপি ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে।
ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের কাজকে ইতিবাচক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ আগের চেয়ে বেশি স্বচ্ছ ও অনেক সক্ষম। দুই একটি অপকর্ম হচ্ছে না তা বলছি না। তবে তাদের কাউকে আমরা ছাড় দেইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বিভাগীয় মামলা হচ্ছে, চাকরি যাচ্ছে, জেলেও যেতে হচ্ছে।
সম্প্রতি ভাড়াটিয়াদের তথ্য নিকটস্থ থানায় জমা দিতে বাড়ির মালিকদের নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মন্তব্য২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম