এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘একজন রেস্টুরেন্টের ব্যবসা করবেন। তার জন্য লাইসেন্স নিতে ১৯টি অনুমতি লাগে। এ দেশে বিনিয়োগ করবে কে? সিরিয়াস ডি-রেগুলেশন না করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না। অর্থনীতি ঠিক হবে না।’
রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছে। নির্বাচন না হলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে।’
তিনি আরো বলেন, ‘যারা মানি লন্ডারিং করেছে তারা তো পালিয়েই গেছে। আর যারা দেশে আছে তাদের কাছে টাকা নেই। তাহলে নতুন করে মানি লন্ডারিং করবে কে? এ জন্যই দেশে মানি লন্ডারিং বন্ধ হয়েছে।’
বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে সরকারের পুরো ব্যবস্থা ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের ধৈর্য নেই। তাই জনগণের ভোটে নির্বাচিত হলে দায়িত্ব নেওয়ার দিন থেকেই কাজ শুরু করবে বিএনপি। ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’