মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ০৮:২৩:৪৮

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবার যে পদক্ষেপ, জানুন সুখবরটি

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবার যে পদক্ষেপ, জানুন সুখবরটি

এমটিনিউজ২৪ ডেস্ক : পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার জন্য শিগগিরই আমদানি করা হবে। যে দেশ থেকে সস্তায় পেঁয়াজ পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করা হবে।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতি হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আইনশৃংখলা পরিস্থিতি কিছুটা সংকট আছে, তবে সেটি ঝুঁকিপূর্ণ না। বিচ্ছিন্ন কিছু সংকট আছে, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলায় কোনো সংকট নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর যেসব উদ্যোগ নিয়েছি তার ভিত্তিতে আশা করছি আরো কমবে। তবে এটার কোনো গ্যারান্টি নেই, এটি আমাদের সক্ষমতার ওপর নির্ভর করে না। যারা আমাদের ওপর শুল্কারোপ করেছেন, এটি তাদের সিদ্ধান্ত।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য কাজ চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা চিঠি পাঠিয়েছি, কিন্তু তারা কোনো জবাব দেননি। সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে আমরা কাজ করছি।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, পাটপণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রপ্তানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।

 ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দীন আরও বলেন, ব্যবসায়ীরা কীভাবে মোকাবিলা করছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে এক্ষেত্রে সমস্যা আছে বলে মনে হচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে