ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ২০ দলীয় জোট নির্বাচনী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে বলেছেন জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
বুধবার বিকেলে রাজধানীর আসাদগেট দলীয় কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা যুব জাগপার নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, ৫ জানুয়ারির মতো আরেকটি ফরমায়েশি নির্বাচনের চক্রান্ত করা হচ্ছে। বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলসহ জানমালের নিরাপত্তা নেই। আওয়ামী কর্মীদের হামলায় অনেক প্রার্থী গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নিচ্ছে।
তিনি বলেন, কাগজে-কিতাবে ইলেকশন কমিশন থাকলেও মাঠে-ময়দানে তাদের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব। এরপরও বেগম জিয়ার নেতৃত্বে ২০ দল আন্দোলন ও গণঅধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে ইউপি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেব গ্রহণ করেছে। এখন পিছুহটার আর পথ নেই।
এ সময় ১৫ মার্চ থেকে ধাপে ধাপে বিভিন্ন ইউনিয়নে জাগপার গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, নগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, লক্ষ্মীপুর জেলা যুব জাগপার সভাপতি আওলাদ হোসেন জিকু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন প্রমুখ।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম