স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলমান এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের টাইগাররা।
বুধবার মিরপুর ক্রিকেট ষ্টেডিয়ামে শক্তিশালী পাকিস্তানকে বাংলাদেশ হারা ৫ উইকেটের ব্যবধানে । টাইগারদের এই জয়ের ফলে আগামী ৬ মার্চ ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলার জন্য মাঠে নামবে।
টাইগারদের থাবায় শুরুতে তছনছ হয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত সরফরাজ ও মালিক ব্যাটে হাতে কিছুটা সামাল দিলেও এই ম্যাচে দুটি লজ্জার রেকর্ড গড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতেই ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু মাশরাফিদের বোলিং তোপে প্রথম ১০ ওভারে ৩৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। এটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোর। এর আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৪ সালে ক্যারিবীয়দের বিপক্ষে করেছিল ৩৫ রান।
শেষ ১০ ওভারে ব্যাট হাতে শক্তি দেখালেও দলীয় সর্বনিম্ন স্কোরেও একটি বাজে রেকর্ড গড়ে পাকিস্তান। তাদের করা ১২৯ রান টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর। এর আগে ৮ ম্যাচে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ১৩৫ রান।
২ মার্চ ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস