এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জের ধলাগাঁও হাটে বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে। এতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত।
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ধলাগাঁও হাট। এই হাটে ভোর থেকেই শুরু হয় সবজির সমারোহ। শরতের বৃষ্টি উপেক্ষা করে ভোরের বাজারে ভিড় করেন পাইকার ও সাধারণ ক্রেতারা।
কৃষকরাও সরাসরি জমি থেকে কাঁকরোল, ধুন্দল, কহি, লাউ, পেঁপে, জিঙ্গা, করলা নিয়ে আসেন। প্রাচীন এই বাজারে প্রতিদিন ভোরে অর্ধ সহস্রাধিক কৃষক সবজি নিয়ে আসেন। রামপালের বিখ্যাত বেগুনও সাজানো হয় সারি সারি পসরা হিসেবে।
হাটে আসা সুমন নামে এক ক্রেতা জানান, ‘দাম কিছুটা বেশি হলেও এখানে তাজা ও বিষমুক্ত সবজি পাওয়া যায়। এজন্যই ভোরে আসতে হয়।’
তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কেজি প্রতি সবজির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজির দাম বেশি। বাজারে প্রতিকেজি কালো বেগুন ৭০ টাকা, করলা ৯০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, আলু ১৬-১৮ টাকা, ধুন্দল ৫০-৬০ টাকা, ঝিঙে ৭০ টাকা, পেঁপে ১৬-২০ টাকা, কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা ও পুদিনা পাতা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৩০-৭০ টাকা (প্রতি পিস), লাউয়ের ডগা ৪০ টাকা (আঁটি), পুঁইশাক ২০ টাকা (আঁটি), লাল শাক (কেজি) ৬০ টাকা ও ডাটা বিক্রি হচ্ছে ২০ টাকায় (আঁটি)।
মূলত গত দুই মাসের টানা অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন অঞ্চলের বহু সবজিক্ষেত নষ্ট হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহও কমেছে। স্থানীয় কৃষকেরা বলেন, ‘আমাদের উৎপাদিত সবজি রাজধানীর বাজারে পৌঁছায় ধলাগাঁও হাট থেকেই। দাম ভালো থাকলে কৃষকরাও উপকৃত হন।‘
ধলাগাঁও বাজার সমিতির আড়তদার রোমান দেওয়ান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে অতিরিক্ত বৃষ্টির কারণে ফলন কমেছে। হাটে সবজির আমদানি কম থাকায় দামের তারতম্য হচ্ছে।’
তবে আবহাওয়া অনুকূলে এলে সংকট কাটবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। বৃষ্টির কারণে উৎপাদনে সাময়িক প্রভাব পড়েছে। তবে আবহাওয়া অনুকূলে এলে উৎপাদন বাড়বে এবং বাজারও স্বাভাবিক হবে।’
জেলা কৃষি দফতরের হিসাবে, চলতি বছর জেলায় প্রায় ১ হাজার ১৭০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই এই হাট থেকে প্রায় ২০ মেট্রিক টন সবজি পাইকারিতে বিক্রি হয়। এখান থেকেই সরবরাহ করা হয় রাজধানী ঢাকা ও আশপাশের জেলায়।