রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ০৪:২২:১১

ফজলুর জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

ফজলুর জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাদুঘরের সামনে তার ‘কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ’ কর্মসূচি পালন করবে সংগঠনটি। দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

‘সহ্যের সীমা পেরিয়েছে-এবার আর ছাড় নয়। দলে দলে যোগ দিন’ ক্যাপশন লিখে কর্মসূচি বর্ণনা দিয়ে একটি ফটোকার্ড দেওয়া হয় সংগঠনটির পেজে।

এর আগে এক টকশোতে ফজলুর রহমান দাবি করেন—যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তিনি বলেন, ‘সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।

টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি তাদের আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব। মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যেকোনোভাবে কনভেন্স করে। নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে।’

‘কিন্তু যারা ৫ আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের যে অগ্রগামী শক্তি হলো, তা ইসলামী ছাত্রশিবির। যাকে সার্জিস আলমরা যারা এটার অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে