এমটিনিউজ২৪ ডেস্ক : ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ -এটাই ছিল পরাণ কাজীর শেষ ফেসবুক স্ট্যাটাস। জীবিকার তাগিদে ভাগ্য বদলের আশায় মাত্র দুদিন আগে তিনি পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ রোমানিয়ায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তার।
গতকাল রোববার (২৪ আগস্ট) রোমানিয়ায় পরাণের মৃত্যু হয়। পরদিন সোমবার সকালে খবরটি নিশ্চিত করেন নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহার।
নিহত পরাণ কাজী উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কাজী বাড়ির বাসিন্দা ও স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারে অভাব-অনটন চলছিল। সেই চাপ সামলাতে ও একটি ভালো জীবনের আশায় গত ২২ আগস্ট রোমানিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন পরাণ কাজী। তবে সেখানে পৌঁছানোর দুই দিনের মাথায় জীবনাবসান ঘটে তার। দেশ ছাড়ার আগে নিজের ফেসবুক প্রোফাইলে লেখা স্ট্যাটাস ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’-আজ হয়ে উঠেছে তার চিরবিদায়ের প্রতীক।
পরাণের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন স্ত্রী-সন্তানসহ স্বজনরা। প্রতিবেশীরাও বাকরুদ্ধ।
চাটখিলের স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, পরাণ ভাই অনেক শান্ত স্বভাবের মানুষ ছিলেন। পরিবার সামলাতে বিদেশে পাড়ি জমালেন। কিন্তু সেখানে গিয়েই দুদিনের মাথায় তার মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর।
রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, তার বাবা আমাদের এলাকার সাবেক কাজী ছিলেন। পরাণের এমন অসময়ে চলে যাওয়া আমাদের চোখে জল এনে দিয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহায়তা চেয়েছে।