এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুর মাছ ঘাটে ২ কেজি ২০০ গ্রামের বড় ইলিশ বিক্রি হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা মণ দরে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক পরিচালক সুমন খানের আড়তে বড়ো সাইজের এসব ইলিশটি ক্রয় করেন সোহাগ শিকদার নামে এক ক্রেতা।
সোমবার সকালে মাছগুলো চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার নৌ সীমানার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে।
এ ব্যাপারে জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মানিক বলেন, চাঁদপুর মাছঘাটে এ ধরনের বড় সাইজের মাছ মাঝেমাঝে আসে। তবে আগে প্রায়ই বড় ইলিশ ঘাটে আসতো। বর্তমানে কয়দিন পরপর বড় সাইজের ইলিশ ঘাটে আসে। তবে এই ইলিশ এখানকার পদ্মা-মেঘনা নদীর নয়। সম্ভবত হাতিয়ার মাছ হতে পারে।
দাম বেশির বিষয়ে তিনি বলেন, মাছের কোয়ালিটি ভালো ও সাইজ ওজনে বেশি হলে দাম বেশি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এ ধরনের ইলিশের চাহিদা রয়েছে বলে তিনি জানান।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, সাধারণত এ ধরনের বড় সাইজের ইলিশ সাগর উপকূলীয় অঞ্চলে ধরা পড়ে বেশি। দক্ষিণাঞ্চলের হিজলা, ভোলা, সুরেশ্বরের নদীতে বড় ইলিশ থাকতে পারে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে এ ধরনের বড় সাইজের ইলিশও থাকতে পারে বলে তিনি মনে করেন।