বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ০৯:০৬:১৭

ভোটকেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখা সন্দেহজনক : উমামা ফাতেমা

ভোটকেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখা সন্দেহজনক : উমামা ফাতেমা

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোটকেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখাকে সন্দেহজনক হিসেবে দেখছেন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। প্রার্থীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং সেনাবাহিনীর উপস্থিত দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার (২৭ আগস্ট) সন্ধ‍্যায় মধুর ক‍্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন উমামা ফাতেমা।

এ সময় নির্বাচনী প্রচারণার সময় বাড়ানোর দাবি জানান তিনি।

একই সঙ্গে দৃশ‍্যমান প্রচার-প্রচারণা না রাখায় ক্ষোভ প্রকাশ করেন উমামা। বলেন, ‘যদি দৃশ‍্যমান প্রচারণা না চালানো যায় তাহলে কিভাবে ৪০ হাজার শিক্ষার্থীর কাছে প্রার্থীরা পরিচিত হবেন।’

উমামা বলেন, ‘ভোট গ্রহণের সময় পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীরা ক‍্যাম্পেইনে আগ্রহ দেখাচ্ছেন না। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন আবার নির্বাচনও যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

অভিযোগ জানিয়ে উমামা বলেন, ‘নারী প্রার্থীরা বুলিংয়ের শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।’

ভোটের ফল ঘোষণার সময় বেশি নিলে ডাকসুতে অংশ নেওয়া রাজনৈতিক সংগঠনগুলো ফল পরিবর্তন করে দেবে বলেও অভিযোগ উমামার। ভোট শেষে গণনা করে ফল প্রকাশের দাবি জানান তিনি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে