এমটিনিউজ২৪ ডেস্ক : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, কোথাও কোথাও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেয়ার চেষ্টা চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হতে হলো নুরকে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ইশরাক লিখেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘ সময় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছেন নুর। কোটা সংস্কার আন্দোলন সূচনাকারীদের প্রধান নেতা ছিলেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বা ছাত্র লীগের হাতে বহুবার রক্তাক্ত হয়েছেন।
‘সবশেষ জুলাই অভ্যুত্থানের সময় শেষের দিকে তাকে রিমান্ডে নির্যাতন করে যখন কেরানীগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়, তখন দুই কারারক্ষীর ঘাড়ে ভর করে হাঁটতে হয়েছিল’, যোগ করেন তিনি।
বিএনপির এ নেতা আরও লিখেন, আজ হাসিনা নেই কিন্তু কোথাও কোথাও হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবারও নুরকে মৃত্যুর মুখোমুখি হতে হলো। সাহসী নেতা নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আমিন।