সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৯:৩৩

ভারতের পরিকল্পনায় এক নতুন ছক! যে চাঞ্চল্যকর তথ্য করলেন কনক সরওয়ার

 ভারতের পরিকল্পনায় এক নতুন ছক! যে চাঞ্চল্যকর তথ্য করলেন কনক সরওয়ার

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার জাতীয় পার্টির মোড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার। 

তিনি বলেছেন, ‘পলাতক হাসিনার দল নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে। এ বিষয়টি স্পষ্ট এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতের পরিকল্পনা। ভারতের পরিকল্পনায় এক নতুন ছক হচ্ছে।’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির মোড়কে খুনি হাসিনার অনুসারীরা আবার একত্রিত হবে। জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং তাদের প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসানো হবে। প্রয়োজনে তাদের এমনও হতে পারে যে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পলাতক হাসিনার অনুসারীরা জাতীয় পার্টির মোড়কে আবার সরকার গঠন করবে।

কনক সরওয়ার আরো বলেন, সম্প্রতি জাতীয় পার্টির একটি কাউন্সিল হয়েছে। গত ৯ আগস্টে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে, জিএম কাদেরের যেহেতু ভারতের সঙ্গে সম্পৃক্ততা আছে, তাই তাকে বের করে নতুন জাতীয় পার্টি করছে। এগুলো সব হচ্ছে পাতানো খেলা।

দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে।’ তিনি আরো বলেন, ‘জিএম কাদেরকে নিয়ে জাতীয় পার্টি নাটক করছে। জিএম কাদেরের ভারতপ্রীতি, ভারতের দালালি এরশাদের ধারাবাহিকতা ধরে রেখেছিল। ভারতের বিষয়ে জিএম কাদেরের বক্তব্য নিয়ে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ জন্যই কাউন্সিলকে নিয়ে একটা নাটক করা হয়েছে।

তারা জিএম কাদেরকে বাদ দিয়ে নতুনভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করছে।’ এই অ্যাক্টিভিস্ট বলেন, ‘গুম-খুন-অত্যাচার ও ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর পরও শেষদিন পর্যন্ত জাতীয় পার্টি হাসিনাকে সমর্থন করে গেছে। তারা হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছে। এখন তারা চাচ্ছে ভারতের নির্দেশে ও পরিকল্পনায় নতুন রূপে নতুনভাবে আবির্ভূত হয়ে পলাতক হাসিনার অনুসারীদের জাতীয় পার্টিতে ঠাঁই দিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আরেকটি অধ্যায়ের সূচনা করতে।’

এই সাংবাদিক বলেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও কোনো এক অজানা কারণে জাতীয় পার্টির ব্যাপারে পদক্ষেপ দেখা যাচ্ছে না। ভিপি নুরের দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জাতীয় পার্টি ও জিএম কাদেরের ব্যাপারে তাদের কথা না বলতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। নুর যেহেতু সে নির্দেশনা মানেন নাই, সেহেতু এই বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে এবং নুরকে পেটানো হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে