এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ঠিকই কিন্তু শয়তানি ছাড়ে নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত 'পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আল্লাহর রহমতে ও ছাত্রদের মাধ্যমে এক অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা হাসিনার হাত থেকে মুক্ত হয়েছি। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু শয়তানি ছাড়ে নাই। ভারতে গিয়ে নানা শয়তানি শুরু করেছে।
ভারতে বসে হাসিনা আওয়ামিলীগকে উসকে দেয় উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগকে, যুবলীগকে ও উসকে দিয়ে বলে গন্ডগোল করো, মারামারি কর, একে মারো ওকে মারো।
গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আপনারা সাবধান থাকবেন। আপনাদের উপর যদি হাত পড়ে, ওই হাত আপনারা ভেঙে দিবেন।
এছাড়া তিনি বলেন, একটা কথা মনে রাখবেন ২ হাজার শিশু-কিশোর-মহিলাদের রক্তে আমরা চব্বিশে এই স্বাধীনতা পেয়েছি। একাত্তরেও আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই দেশটি কারো দানে দয়ায় নয়, আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সে কারণে শেষ রক্ত কণা দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। এখানে কোনো আপোষ নয়।
বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সদস্য সচীব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম, আখতার হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতৃত্ব।