মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪:৪৯

বিএনপির শক্তি হলো জনগণ আর জনগণের শক্তিতেই বিএনপি চলে: গয়েশ্বর

বিএনপির শক্তি হলো জনগণ আর জনগণের শক্তিতেই বিএনপি চলে: গয়েশ্বর

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। কারণ, বিএনপির শক্তি হলো জনগণ আর জনগণের শক্তিতেই বিএনপি চলে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। স্বাধীনতা যুদ্ধ ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি আজও নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।

সোমবার দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে জনগণের রায় নিশ্চিত। সেখানে পিআর পদ্ধতির কোনো প্রয়োজন নেই। যারা ভেবেছিল নির্বাচনের বাইরে থাকলেই ক্ষমতা টিকে যাবে, আজ তারাই পিআরের নানা ব্যাখ্যা দিতে ব্যস্ত।’

সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে