বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৩:২১

ঢাকায় জলাবদ্ধতা নিরসনে ৩ প্রকল্প অনুমোদন

ঢাকায় জলাবদ্ধতা নিরসনে ৩ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সরকার কুড়িল থেকে বালু নদী পর্যন্ত খাল খনন করতে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে। ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে (কুড়িল থেকে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার ৫৩০ কোটি টাকা।

এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো- নিকুঞ্জ, বারিধারা, জোয়ার সাহারা, ডিওএইচএস, সেনানিবাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুর ও পার্শ্ববর্তী এলাকার জলাবদ্ধতা নিরসন। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মঙ্গলবার নগরীর শেরেবাংলানগরে এনইসি কনফারেন্স রুমে চলতি অর্থবছরে তাদের ৮ম বৈঠকে এই প্রকল্প অনুমোদন করে। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, একনেক-এ খাল খনন প্রকল্পসহ ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮ হাজা ৮২৫ কোটি টাকা। তিনি বলেন, ‘মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার দেবে ৬ হাজার ৪১৪ দশমিক ৩৫ কোটি টাকা, সংশ্লিষ্ট সংস্থা দেবে ১৫২ দশমিক ৪০ কোটি টাকা এবং অবশিষ্ট ২ হাজার ৩৫৮ দশমিক ২৫ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে।’
প্রতিমন্ত্রী বলেন, ৬টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প।

পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ সালের আগস্ট মাস নাগাদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মেগা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে ৯৮ দশমিক ৪৬ একর ভূমি অধিগ্রহণ এবং ৭ লাখ ৮৫ হাজার ৫২২ দশমিক ৯৭ কিউবিক মিটার ভূমি খনন।

একনেক সভায় অনুমোদিত আরেকটি প্রকল্প হলো- ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব)’। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৯৩১ দশমিক ৩৬ কোটি টাকা। ২০২০ সালের জুন মাস নাগাদ এটি বাস্তবায়ন করবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড।

মোট প্রকল্প ব্যয়ের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রকল্প সাহায্য হিসেবে দেবে ২ হাজার ৩৫৮ কোটি টাকা।
একনেক ও অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলোÑ ৩৫ দশমিক ৯২ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত); ৮০ দশমিক ১৩ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত); ৪৪ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন শিবপুর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাষণ ও সেচ প্রকল্প এবং ২০৩ দশমিক শূন্য ৬ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার-টেকনাফ- মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প-৩য় পর্যায় (শিলখালী থেকে টেকনাফ)। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। -মানবকণ্ঠ

২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে