বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৪:৫৫

২৪ ঘণ্টায় কাজে না ফিরলে পল্লী বিদ্যুৎ কর্মীদের ‘গণছুটি’র আবেদন স্থায়ী ছুটিতে রূপান্তর

২৪ ঘণ্টায় কাজে না ফিরলে পল্লী বিদ্যুৎ কর্মীদের ‘গণছুটি’র আবেদন স্থায়ী ছুটিতে রূপান্তর

এমটিনিউজ২৪ ডেস্ক : পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মচারীরা অবিলম্বে কাজে না ফিরলে তাদের ‘গণছুটি’র আবেদন স্থায়ী ছুটিতে রূপান্তর করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ও পবিস-এর মধ্যে বিদ্যমান অসন্তোষ নিরসনের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বদলি, সাময়িক বরখাস্তসহ বিভিন্ন বিষয়ে সহানুভূতিশীল অবস্থান গ্রহণ করা হয়েছে। এমনকি বরখাস্তকৃত কর্মকর্তারাও ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

এতে আরও বলা হয়, গত ৭ সেপ্টেম্বর থেকে একশ্রেণির কর্মচারী ‘গণছুটি’র নামে আইনবহির্ভূতভাবে কাজে বাধা সৃষ্টি করছে। তবে সরকার শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সহনশীলতার সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির অন্যতম দাবি—বাপবিবোর ক্রয় কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণ। এ বিষয়ে একজন সাবেক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গত পাঁচ বছরের ক্রয় প্রক্রিয়া, পরিকল্পনা, দরপত্র ও মূল্য নির্ধারণে পিপিআর-২০০৮ অনুসৃত হয়েছে কিনা এবং কোনো দুর্নীতি হয়েছে কিনা, তা যাচাই করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পল্লী বিদ্যুৎ সমিতির ভবিষ্যৎ কাঠামো ও কর্মচারীদের যৌক্তিক দাবি বিবেচনায় নিতে আগের কমিটির প্রতিবেদন ও অংশীজনদের মতামত পর্যালোচনা চলছে। এজন্য বিদ্যমান ‘পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকরি বিধি, ১৯৯২ (সংশোধিত-২০১২)’ হালনাগাদ করা হবে।

মন্ত্রণালয় কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীরা অবিলম্বে কাজে ফিরে আসুন। অন্যথায় গণছুটি স্থায়ী ছুটিতে রূপান্তরিত করতে সরকার বাধ্য হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে