শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৪:৫২

জাবির ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিজয় ‘আল্লাহর বিশেষ অনুগ্রহ’: শিবির সভাপতি

জাবির ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিজয় ‘আল্লাহর বিশেষ অনুগ্রহ’: শিবির সভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিজয়কে ‘আল্লাহর বিশেষ অনুগ্রহ’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন।

তিনি লিখেছেন, যে ক্যাম্পাসে এক সময় ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল ‘হত্যাযোগ্য’, আজ সেখানে এই বিজয় পাওয়া মহান রবের পক্ষ থেকে একান্ত অনুগ্রহ।

তিনি ঘোষণা দেন, সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করা হবে না। কেবল মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে।

ঢাবির মত জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন : শিবির সভাপতি

পোস্টে কেন্দ্রীয় সভাপতি আরও উল্লেখ করেন, কারও প্রতি শিবিরের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। বরং নিজেদের ও সব ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হবে।

তার ভাষায়, গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।

তিনি আশা প্রকাশ করে লেখেন, গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রীতির এক অনন্য উপমা হয়ে উঠবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন হয়ে ওঠে সবার বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে