এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। ওজন কম হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে ছয় সন্তানের জন্ম দেন তিনি।