সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৬:০৮

অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়লেন নুরুল হক নুর

 অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়লেন নুরুল হক নুর

এমটিনিউজ২৪ ডেস্ক : ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি।

বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। ফলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাবো। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গতকাল ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেয় দলটি।

নুরের শারীরিক অবস্থা নিয়ে দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান গতকাল বলেন, ‘রোববার তাকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও আগের দিন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তার নাকের হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে, ডানপাশ আংশিক অবশ হয়ে গেছে। এখনো তিনি শক্ত খাবার খেতে পারছেন না, কেবল তরল খাবার দেওয়া হচ্ছে। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নুরকে দ্রুত বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে