বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৪:৫৫

বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর ছোট ভাইয়ের চাকরি হলো বিজিবিতে

বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর ছোট ভাইয়ের চাকরি হলো বিজিবিতে

এমটিনিউজ২৪ ডেস্ক : লালমনিরহাটের লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র পেয়েছেন ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম হাতে নিয়োগপত্র তুলে দেন।

২০১১ সালের ৭ জানুয়ারিতে মাত্র ১৫ বছর বয়সে ফেলানী খাতুনের মর্মস্পর্শী হত্যাকাণ্ড দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করে আসা পরিবারের জন্য এই দিনটি নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

আরফান হোসেন বলেন, “বিজিবিতে যোগ দিয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন ছিল। আজ তা পূরণ হলো।” ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, “দেশবাসী এবং বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। আজ আমার ছেলে মেধা ও যোগ্যতায় সুযোগ পেলো। এটা আমার জীবনের বড় প্রাপ্তি।”

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ফেলানীর ছোট ভাই আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবে। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণ শেষে তিনি দেশের সেবায় একজন দক্ষ সদস্য হিসেবে নিয়োজিত হবেন।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে