এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, তিনি দেশের মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল গঠন করবেন, যা নির্বাচনে অংশ নিলে ইমরান খানের মতো শক্ত অবস্থানে থাকবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান বলেন, “প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে। ৩০০ ক্যান্ডিডেট হবে, আমি বলে দিলাম। দলের সম্মেলনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। তবে আমি থামব না।”
তিনি আরও বলেন, বিএনপির পদ স্থগিত হওয়ার পরও দলের জন্য জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “২০০৮ সালে শেখ হাসিনার সময়ও খালেদা জিয়ার নামে দল গঠন করেছি। হামলার শিকার হয়েছি, হাসপাতালে ভর্তি ছিলাম, তবু সম্মেলনে হাজির হয়েছিলাম।”
ফজলুর রহমান বলেন, যদি তাঁর সাসপেনশন স্থায়ী রাখা হয়, তিনি বিএনপির বাইরে নতুন পথ খুঁজবেন। তিনি দেশ ও মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতির পাশাপাশি দেশের মানুষের আস্থা জিতে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।