শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৯:০১

প্লাবিত হতে শুরু করেছে যমুনা চরাঞ্চলের নিম্নভূমি

প্লাবিত হতে শুরু করেছে যমুনা চরাঞ্চলের নিম্নভূমি

এমটিনিউজ২৪ ডেস্ক : সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে যমুনা চরাঞ্চলের নিম্নভূমি। নিম্নাঞ্চলের জমিতে আবাদ করা শীতকালীন সবজি নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। তবে বন্যার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অন্যদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার। ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। গত পাঁচ দিন ধরে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়াসহ অভ্যন্তরীণ নদনদীর পানিও বাড়ছে।

এদিকে যমুনা পানি বাড়তে থাকায় একের পর এক প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি। নিচু জমিতে আবাদ করা শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলও তলিয়ে গেছে। এসব অঞ্চলের কৃষকদের মধ্যে অসময়ে বন্যা আতঙ্ক বিরাজ করছে। এভাবে আরও কিছুদিন পানি বাড়তে থাকলে শীতকালীন সবজি আবাদ চরম ক্ষতি হবে বলে কৃষকরা জানিয়েছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের কিছু নিম্নভূমি প্লাবিত হচ্ছে। পানি আরও দু-তিন দিন বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই এবং বন্যার কোনো আশঙ্কা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে