শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৬:২৪

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ হাতেনাতে আটক আ.লীগ কর্মী

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ হাতেনাতে আটক আ.লীগ কর্মী

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে ব্যানারসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগের কর্মী মো. আবির হোসেন (১৯) ও একই থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০), ছাত্রলীগের রাজধানীর মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬), ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮), খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু (৪৮)।

তেজগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কারওয়ানবাজারে রাস্তার ওপর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অনেকজন সদস্য জড়ো হন। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ আওয়ামী লীগের স্লোগান-সংবলিত ব্যানারসহ আবিরকে হাতেনাতে আটক করে। এর আগে, দুপুর দেড়টার দিকে আকিদুলকে আটক করা হয়। অন্যরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা করা হয়।

এ ছাড়া খিলগাঁওয়ে ১৫ সেপ্টেম্বর ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দেহভাজন আসামিদের অবস্থানের বিষয়ে শুক্রবার দুপুরে পুলিশ গোপন সংবাদ পায়। সে অনুযায়ী বিকেল ৫টার দিকে প্রভাতীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আরিফুল ও তাহমিদুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, রাত ৯টার দিকে খিলগাঁও থানা রোড এলাকায় চালানো অভিযানে গ্রেপ্তার হন আনোয়ার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে